শেরপুরে বন্যহাতির আক্রমণে যুবক নিহত
শেরপুরের গারো পাহাড় ও আশপাশের এলাকায় আবারও হানা দিয়েছে বন্যহাতির পাল। নালিতাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি হাতির আক্রমণে মারা গেছেন।
নিহত অপু মারাক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। তাঁর বাড়ি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আম-কাঁঠালের সময় হওয়ায় হাতির পাল লোকালয়ে এসে পড়ে। হাতি কাঁঠাল খেতে পছন্দ করে। আর গারো পাহাড় এলাকায় প্রচুর কাঁঠালের গাছ থাকায় এখন বন্যহাতির পাল এসে পড়ছে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের গভীর জঙ্গল থেকে নেমে আসে হাতির দল।
কয়েকদিন ধরে বাংলাদেশ-ভারতী সীমান্ত সংলগ্ন আন্ধারুপাড়া, ডালুকোনা, দাওধারা এলাকায় বন্যহাতির পাল হানা দিচ্ছে। মানুষ পটকা ফুটিয়ে, ঢোল-কাসর বাজিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছে। রাতে মশাল ও সার্চলাইট জ্বালিয়ে এলাকাবাসী হাতির আক্রমণ থেকে সবজি ক্ষেত ও আম-কাঁঠালের বাগান রক্ষা করার চেষ্টা করছে।
গ্রামবাসীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রতিনিয়ত হাতি আতঙ্কে ভুগছে। এর পরও তারা চেষ্টা করছে হাতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে।