বায়ার্ন থেকে রিয়ালে আলাবা
দীর্ঘ সময় বায়ার্ন মিউনিখে ছিলেন তিনি। তা হবে প্রায় এক দশক। এবার নিজের প্রিয় ক্লাবটি ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। আর কদিন পর আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়া হবে। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
লা লিগা শিরোপা হাতছাড়া হওয়া এবং চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চেলসির কাছে পরাজিত হয়েছে রিয়াল। হতাশাজনক এই মৌসুম কাটানোর পর নতুন মৌসুমে আলাবাই হতে যাচ্ছেন ক্লাবের প্রথম চুক্তিভূক্ত খেলোয়াড়।
গত ১১ বছরে প্রথম কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল। তাই বৃহস্পতিবার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান।
২০০৮ সালে বায়ার্নের যুব দলে যোগ দেওয়ার পর ২০১০ সালে বুন্দেসলিগায় আলাবার অভিষেক হয়েছিল। গত ফেব্রুয়ারিতে তিনি ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এবার নতুন দলে যোগ দিয়েছেন।
বায়ার্নের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় আলাবা ৪৩১ ম্যাচ খেলে ৩৩ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৫৫টিতে। জার্মান দলটির হয়ে ১০টি বুন্দেসলিগা, ছয়টি জার্মান কাপ ও দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতছেন তিনি।
প্রথমদিকে সেন্টার ব্যাক হিসেবে বায়ার্নে যোগ দিয়েছিলেন আলাবা। রিয়ালে তিনি নির্ভরশীল একজন ডিফেন্ডার হয়ে উঠতে পারেন। দলটির অধিানয়ক সার্জিও রামোসের সাথে রিয়ালের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। রাফায়েল ভারানের দল ছাড়তে পারেন। এই পরিস্থিতিতে আলাবার ওপরই রিয়ালকে ভরসা করতে হবে। রিয়ালের নতুন কোচের অধীনে তাঁকে সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকাও দেখা যেতে পারে। গত বছর নভেম্বরেই আলাবার সাথে আর চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বায়ার্ন।