গাজীপুরে ৩৮ দিন পর দুই হাত ও পাসহ মাথা উদ্ধার
গাজীপুরের কাশিমপুরে এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন দুই হাত ও পাসহ মাথা ময়লার ভাগাড় (স্তুপ) থেকে আজ শনিবার উদ্ধার করেছে পুলিশ। এর ৩৮ দিন আগে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে মাথা ও হাত-পা বিহীন ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. সুমন (৩২)। তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার মো. জাফর উল্লাহর ছেলে।
আটক দুজন হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে আরিফা (২৩) ও ফরিদপুরের মধুখালী উপজেলার নরগুনা এলাকার আদিত্য সরকারের ছেলে তন্ময় সরকার (৩০)।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, গত ২১ এপ্রিল দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সরদারগঞ্জের হাজী মার্কেট পুকুরপাড় এলাকার জালাল উদ্দিনের বাড়ির পাশের খোলা সেপটিক ট্যাঙ্ক থেকে কাঁথা দিয়ে পেঁচানো মাথা ও হাত-পা বিহীন অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। দুই-তিন দিন আগে হত্যার পর লাশ সেখানে ফেলে দেওয়া হয় বলে তাৎক্ষণিকভাবে ধারণা করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত লাশটি সুমনের বলে শনাক্ত করেন স্বজনেরা।
এ ব্যাপারে অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আটক আরিফা ও তন্ময় সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে পুলিশ স্থানীয় মোজাম্মেল সাবান ফ্যাক্টরির পাশের ময়লার ভাগাড় (স্তুপ) থেকে নিহত সুমনের দেহ থেকে বিচ্ছিন্ন মাথা, দুই হাত ও দুই পা উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।