কাঁঠালিয়ার কৈখালী বাজারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২১টি ব্যবসাপ্রতিষ্ঠান ও নয়টি বসতঘর। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, বাজারের একটি কসমেটিকসের দোকান থেকে এ আগুন লাগে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা।
স্থানীয়রা জানায়, বাজারের সবুজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। ঝালকাঠি, কাঁঠালিয়া ও ভাণ্ডারিয়া থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ পুড়ে যায় ফার্মেসি, মুদি-মনিহারি, কসমেটিকস, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফ্ল্যাক্সি লোড, হোটেল, আড়ত, চায়ের দোকানসহ ২১টি ব্যবসাপ্রতিষ্ঠান ও নয়টি বসতঘর। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ী ও বসতঘরের মালিকেরা জানিয়েছেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফিরোজ কুদুবী বলেন, আমরা পৌনে ৮টায় খবর পেয়ে সকাল ৮টার দিকে এখানে আসি, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে ৩০-৩৫টির মতো দোকান ও বসতঘর পুড়ে আনুমানিক তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।