সাকা চৌধুরীর আইনজীবীরাও অনুমতি পাননি
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি পাননি তাঁর আইনজীবীরা। দেখা করার অনুমতি চেয়ে আজ শুক্রবার তিন দফায় আবেদনপত্র দেওয়ার চেষ্টা করলেও কারা কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি বলে সাকা চৌধুরীর আইনজীবী জানিয়েছেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তাঁর আইনজীবীরা। আজ শুক্রবার সকাল ১০টায় দেখা করার অনুমতি চেয়েছিলেন তাঁরা।
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান এনটিভি অনলাইনকে জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ওই সময় কারা সুপার নেই বলে জানিয়ে তাঁর আবেদন গ্রহণ করেনি। তাঁকে পরে আসতে বলা হয়। পরে দুপুর ১২টায় ও বিকেল ৪টায় দুই দফায় তিনি আবেদন জমা দিতে গেলে কারা কর্তৃপক্ষ আবেদন গ্রহণ করেনি। তাঁকে জানানো হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার আইনি প্রক্রিয়া সব শেষ। কারাবিধি অনুযায়ী তিনি এখন আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন না।
এর আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এনটিভি অনলাইনকে জানান, আজ সকালে দেখা করার জন্য গতকাল বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন পাঁচজন আইনজীবী। কিন্তু কারা কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি।
গত ১৮ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ দুজনের রিভিউ আবেদন নিষ্পত্তি করে এ রায় দেন। এরপর গতকাল ১৯ নভেম্বর পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে দেখা করেন। এরপর সন্ধ্যায় তাঁদের দুজনকে রায় পড়ে শোনানো হয়।
এদিকে, রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।