মিরপুরে বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে
রাজধানীর পল্লবী থানা এলাকার বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসার পাশে অবস্থিত একটি ঝাড়ু তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার বেলা ১২টা ১৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার এনটিভি অনলাইনকে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।
রাসেল শিকদার বলেন, ‘একটি ঝাড়ুর কারখানায় আগুন লাগে। ঘটনা জেনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত কাজ শুরু করে। ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
এ ছাড়া কী কারণে আগুন লেগেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাসেল শিকদার বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি।’