আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকে হারল রূপগঞ্জ
আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারলেন না লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটাররা। হ্যাটট্রিকসহ মাত্র ২১ রান খরচায় চার উইকেট নিলেন আলাউদ্দিন। তাতে সহজেই রূপগঞ্জকে হারাল ব্রাদার্স ইউনিয়ন।
আজ বৃহস্পতিবার রূপগঞ্জকে আট উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন আলাউদ্দিন বাবু।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আজকের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার আজমির আহমেদকে ফিরিয়ে দেন আলাউদ্দিন। এরপর টানা তিন বলে নেন শেষ তিন উইকেট। হ্যাটট্রিকে তাঁর প্রথম মুক্তার আলি। আলাউদ্দিনের অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে পুল করতে চান মুক্তার। ব্যাটে কানায় লেগে বল উপরে ওঠে যায়। মিড উইকেট সীমানা থেকে ক্যাচ নেনে নাঈম জুনিয়র। এরর দ্বিতীয় ও তৃতীয় শিকার বানান সোহাগ গাজী ও নাবিল সামাদ। তুলে নেন আসরের প্রথম হ্যাটট্রিক। টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া বাংলাদেশের পঞ্চম বোলার তিনি।
রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন নাইম ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সাব্বির রহমান। ১৮ বলে এক ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকান তিনি।
১১২ রানের জবাব দিতে নেমে ২৮ বল হাতে রেখে জয় তুলে নেয় ব্রাদার্স। অধিনায়ক মিজানুর খেলেন ৫২ বলে ৭৪ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন জুনায়েদ সিদ্দিক।
সংক্ষিপ্ত স্কোর :
রূপগঞ্জ : ১৯.১ ওভারে ১১১ (আজমির ১, সাদমান ৭, নাঈম ৩৮, আল আমিন ৪, সানজামুল ১৩, সাব্বির ২৩, জাকের ১২, সোহাগ ২, মুক্তার ৬, শহীদ ০*, নাবিল ০; আলাউদ্দিন ৩.১-০-২১-৪, মানিক ৪-১-১১-১, সুজন ৩-০-১৪-২, সাকলাইন ৩-০-২২-২, রাহাতুল ২-০-১৯-০, নাঈম জুনিয়র ৪-০-২৩-১)।
ব্রাদার্স ইউনিয়ন : ১৫.৩ ওভারে ১১২/২ (মিজানুর ৭৪, জুনায়েদ ২১, জাহিদুজ্জামান ১১*, মাইশুকুর ৬*; নাবিল ৪-১-১৮-০, শহীদ ২-০-২৪-১, সানজামুল ৪-০-২৬-১, সোহাগ ৪-০-৩১-০, মুক্তার ১.৩-০-১৩-০)।
ফল : ব্রাদার্স ইউনিয়ন ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ : আলাউদ্দিন বাবু।