আরও আট লাখ মানুষ বয়স্ক ভাতার আওতায়
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে আরও আট লাখ মানুষকে বয়স্ক ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ প্রতিপাদ্য’ ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছি। এবারের বাজেটের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। এবারে বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত দশমিক দুই শতাংশ রাখার প্রস্তাব করছি।’
বাজেট বক্তৃতায় বলা হয়, বর্তমানে দেশের ১১২টি উপজেলার ৪৯ লাখ বয়স্ক মানুষকে এই ভাতা দেওয়া হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে আরও ১৫০টি উপজেলার আট লাখ দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীকে এই ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া প্রস্তাবিত বাজেটে এই খাতের জন্য আরও ৪৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল দুই হাজার ৯৪০ কোটি টাকা।