‘প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে’
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান ও মো. আরিফ বিকেল সাড়ে ৩টার দিকে আবেদন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন বলে জানিয়েছেন।
ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান বলেন, দুজনের লিখিত প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র সচিবের কাছে পৌঁছানো হয়েছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এনটিভি অনলাইনকে বলেন, ‘আবেদনগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানোর প্রক্রিয়া এগিয়ে চলছে। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, সাক চৌধুরী ও মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে আবেদন করেছেন।
এর আগে আজ সকালে প্রাণভিক্ষার বিষয়ে কথা বলতে সচিবালয় থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ও তানভীর আহমেদ।
গতকাল শুক্রবার প্রাণভিক্ষার বিষয়ে সাকা চৌধুরী ও মুজাহিদের কাছে জানতে চাওয়া হলে তাঁরা পরিবারের সদস্য ও তাঁদের আইনজীবীদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। তবে গতকাল সারা দিন অপেক্ষা করেও সাকা চৌধুরী ও মুজাহিদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তাঁদের পরিবারের সদস্য কিংবা আইনজীবীরা। এর আগে গত বৃহস্পতিবার আপিল বিভাগে মৃত্যদণ্ডাদেশ বহাল রাখার রায় ঘোষণার পর ওই দুজনের আইনজীবী ও পরিবারের সদসস্যরা তাঁদের সঙ্গে দেখা করেন। সেদিনই রাতে রায় পড়ে শোনানো হয় তাঁদের।
গত ১৮ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।