কুমিল্লায় পাকস্থলীতে ইয়াবা পাচার, আটক ৪
কুমিল্লা সদরে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় দুজনসহ মোট চারজনকে আটক করেছে র্যাব-১১। পাশাপাশি ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন কক্সবাজারের পেকুয়া থানার বাম্বুলাপাড়া গ্রামের মো. আবুল কাশেম (৩০), কুতুবদিয়া থানার হায়দারপাড়া গ্রামের মফিজ আলম (৩২), মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালী গ্রামের মো. রনি শেখ (২১) ও বান্দরবানের লামা থানার ইআনছা গ্রামের মো. মুজিবুল্লাহ (৩৫)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব। এ সময় ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবাসহ মোট চারজনকে আটক করা হয়। এ চারজনের মধ্যে দুজন অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পরিবহন করছিলেন।
আটককৃত মফিজ আলমের পাকস্থলী থেকে পাঁচ হাজার পিস, মো. মুজিবুল্লাহর পাকস্থলী থেকে তিন হাজার ৬৫ পিস, মো. আবুল কাশেমের কাছ থেকে তিন হাজার ও মো. রনি শেখের কাছ থেকে থেকে তিন হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহের কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।