পারটেক্সের প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ে পর ডিওএইচএসের বড় জয়
বৃষ্টির কারণে কুড়ি ওভারের ম্যাচ নেমে এলো ১৫ ওভারে। তাতে স্বাভাবিকভাবেই দ্রুত রান নেওয়ার তাড়না থাকার কথা ছিল পারটেক্সের ব্যাটসম্যানদের। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল উলটা চিত্র। মারকুটে ব্যাটিংয়ের বদলে যেন টেস্ট মেজাজে খেলেছেন তাঁরা। পারটেক্সের এমন প্রশ্নবিদ্ধ ব্যাটিং যে প্রতিপক্ষের কাজটা সহজ করে দেবে, সেটাই স্বাভাবিক। নিজেদের কাজটা ঠিকঠাকভাবেই সামলেছে ওল্ড ডিওএইচএস। পারটেক্সকে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ওল্ড ডিওএইচএস।
আজ শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে পারটেক্সকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস। নিজেদের প্রথম ম্যাচে এক পয়েন্ট পাওয়া ওল্ড ডিওএইচএস তিন পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এলো।
এদিন বৃষ্টির কারণে ম্যাচ ২০ ওভারের বদলে নেমে আসে ১৫ ওভারে। ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৭৭ রান সংগ্রহ করে পারটেক্স। ৭৭ রানের মধ্যে ৩০ রানই এসেছে বাউন্ডারি থেকে। দলের পক্ষে কেউই ২০-এর ঘর টপকাতে পারেননি। সর্বোচ্চ সংগ্রহ ১৮ রান, এসেছে তাসামুল হকের ব্যাট থেকে।
বৃষ্টি হওয়ায় উইকেট কিছুটা স্লো হলেও স্কোরকার্ড এতটাও খারাপ হওয়ার কথা না। কারণ পারটেক্সের দেওয়া এই লক্ষ্য উইকেট সব হাতে রেখেই তুলে নিয়েছে ওল্ড ডিওএইচএস। তাও আবার ২১ বল হাতে রেখে। দুই ওপেনার রাকিন আহমেদ করেছেন ৪৩ রান আর আনিসুল হক করেছেন ৩৩ রান। সহজ জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। তবে পারটেক্সের ব্যাটিং নিয়ে প্রশ্ন থেকেই গেল।
সংক্ষিপ্ত স্কোর :
পারটেক্স : ১৫ ওভারে ৭৭/৪ (আলভি ১৭, হাসানুজ্জামান ০, তাসামুল ১৮, ইসহারুল ৫, নাজমুল মিলন ১৮*, ধীমান ১৭*; রশিদ ৩-০-২৪-০, রকিবুল ৩-০-৮-২, পায়েল ৩-০-১৬-০, শান্ত ৩-০-১৬-১, আলিস ৩-০-১৩-০)।
ওল্ড ডিওইএচএস : ১১.৩ ওভারে ৭৮/০ (আনিসুল ৩৩*, রাকিন ৪৩*; জয়নুল ২-০-১৩-০, শাহাদাত ২-০-১৬-০, শাহবাজ ২-০-১৫-০, জুবায়ের ৩-০-১৫-০, নিহাদ ১.৩-০-১১-০, তাসামুল ১-০-৭-০)।
ফল : ১০ উইকেটে জয়ী ওল্ড ডিওএইচএস।
ম্যান অব দ্য ম্যাচ : রকিবুল হাসান।