টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে এগিয়ে রাখলেন লক্ষ্মণ
আগামী ১৮ জুন মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে সাদা ফরম্যাটে বিশ্বসেরা হতে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। এরই মধ্যে মাঠের অনুশীলন শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। ভারতের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে ব্যস্ত সময় পার করছে কিউইরা। এই সুযোগ ক্রিকেট বোদ্ধারা চর্চা করছেন, কেমন হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, কিংবা কোন দল বেশি এগিয়ে আছে।
এর মধ্যে ভারতের সাবেক তারকা ভিভিএস লক্ষ্মণ তো নিজ দেশ ভারতকেই এগিয়ে রাখছেন। ভারতের চলমান ধারাবাহিকতার ভেবে তাদেরই ফেভারিট বলছেন সাবেক এই ক্রিকেটার।
স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে লক্ষ্মণ বলেন, ‘দুই দলই ভালো। তবে আমার মতে, ফেভারিট হিসেবে শুরু করবে ভারত। কারণ যেভাবে এই দল খেলে আসছে, শুধু গত দুই বছরে নয় (টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়ে), বরং লম্বা একটা সময় ধরে। তারা সব ধরনের চ্যালেঞ্জকে আপন করে নিয়েছে এবং যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, জয় করেছে। গত অস্ট্রেলিয়া সফরেই যেমনটি দেখিয়েছে। এই ভারতীয় দলের প্রতিভা ও গভীরতা অনেক।’
অস্ট্রেলিয়া সফরের মানসিকতাকে টেনে সাবেক তারকা আরও বলেন, ‘চ্যালেঞ্জ যত কঠিনই হোক, এই ভারতীয় দল কখনোই পিছপা হয় না। গত অস্ট্রেলিয়া সফরে যে মানসিকতা ও ইতিবাচকতার প্রমাণ তারা মেলে ধরেছে, কোনো দলকে এত বড় চ্যালেঞ্জের মোকাবিলা আগে করতে দেখিনি আমি। প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার পর, মূল অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়া, এত এত চোট-আঘাতের মধ্যে দ্বিতীয় সারির ভারতীয় দল যেভাবে অস্ট্রেলিয়াকে তাদের দেশে হারিয়েছে, সেটা অসাধারণ।’