৩০ হাজার রেনু পোনা জব্দ, নদীতে অবমুক্ত
মোংলার সুন্দরবনের শ্যালা নদীর পাড়ের জয়মনি এলাকায় অভিযান চালিয়ে আহরণনিষিদ্ধ প্রায় ৩০ হাজার চিংড়ির রেনু পোনা জব্দ করেছে বনবিভাগ ও নৌপুলিশ। আজ সোমবার সকালের দিকে রেনু পোনাগুলো জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. এনামুল হক ও চাঁদাপাই নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তজিমুল ইসলাম যৌথভাবে এ অভিযান চালান।
ওই দুই কর্মকর্তা জানান, সুন্দরবনের নদী-নদীতে রেনু পোনা (গলদা ও বাগদা চিংড়ি) ধরা নিষিদ্ধ। তারপরও দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু জেলে-মহাজনেরা অধিক মুনাফার লোভে কিছু জেলেদের দিয়ে এই পোনা শিকার করাচ্ছেন। আজ সকালে এমন খবরে নৌপুলিশের সহায়তায় সুন্দরবনের শ্যালা নদীতে বনরক্ষী মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অভিযান টের পেয়ে জেলেরা রেনু পোনা ফেলে পালিয়ে যায়।
এসব পোনা বাগেরহাটের ফকিরহাট, মোল্লারহাট, মোড়েলগঞ্জসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় জেলে-মহাজনেরা বিক্রি করেন থাকেন।
তবে ওইসব জেলে মহাজনদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চাইলে বন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান হবে।’
এদিকে, জেলেদের ফেলে যাওয়া ৩০ হাজার রেনু পোনা জব্দের পর তা আবারও সুন্দরবনের নদীতেই অবমুক্ত করা হয়েছে বলেও জানান বনবিভাগের কর্মকর্তা এনামুল হক।