রাজশাহীতে টিকটক-লাইকি মডেলসহ আটক ৪
রাজশাহীতে টিকটক ও লাইকি মিউজিক ভিডিওর কথিত মডেলসহ এ কাজে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন কথিত লাইকি মডেল তানিশা ও তিশা। আর ভিডিও তৈরির সঙ্গে জড়িতরা হলেন মেহেদী ও রাব্বি। এদের মধ্যে তানিশার বাড়ি নগরীতে, পায়েলের বাড়ি নওগাঁয় এবং মেহেদীর বাড়ি পবার কানপাড়া ও রাব্বির বাড়ি নগরীর চন্দ্রিমা থানার মুশরাইল এলাকায়। তাদের বিরুদ্ধে অশ্লীল ও অশালীন মিউজিক ভিডিও তৈরি করে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক জানান, টিকটক-লাইকি গ্রুপের হয়ে পায়েল ও তানিশা বিভিন্ন প্রলোভন দেখিয়ে মিউজিক ভিডিও করার জন্য তরুণ-তরুণীদের আকৃষ্ট করেন। তাদের ফাঁদে পড়া দশম শ্রেণির এক ছাত্রী ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। আটক পায়েল ও তানিশার কাছ থেকে টিকটক লাইকি গ্রুপের বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। এ গ্রুপে জড়িত অনেকের নামও পাওয়া গেছে। তাদেরও আটক করা হবে।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইকি গ্রুপের ভিডিও তৈরির মূল হোতা আটক মেহেদী হাসান পুলিশকে জানিয়েছেন, লাইকি ভিডিও তৈরি করে প্রতি মাসে আট থেকে ১০ হাজার টাকা আয় হয়। অভাবি কিশোর-কিশোরীদের দিয়ে অশ্লীল ও আপত্তিকর ভিডিও তৈরি করতেন তিনি। নগরীর পদ্মা গার্ডেন, জিয়া পার্ক, বিমান চত্বর, টি-বাঁধ ও আই বাঁধ এলাকায় তারা টিকটক-লাইকির মিউজিক ভিডিও তৈরি করতেন।’
পুলিশ কমিশনার বলেন, ‘রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই এ ধরনের ভিডিও তৈরি করে নৈতিকভাবে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। অশ্লীল ও আপত্তিকর টিকটক, লাইকি ও ভিগো লাইভ ভিডিও সমাজের নৈতিক অবক্ষয় ও যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অনেকে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে। অনেকে মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িত হচ্ছে। এ ধরনের ভিডিও কিশোর অপরাধের মতো ঘটনা উসকে দিচ্ছে।’
সংবাদ সম্মেলনে কমিশনার আরও বলেন, ‘এর আগে গত ২ জুন নগরীতে অভিযান চালিয়ে দুই নারীসহ নয়জনকে আটক করা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এবারের আটক চারজনের বিরুদ্ধেও একই আইনে মামলা করা হবে।’
কিশোর অপরাধ ও অশ্লীলতামুক্ত শান্তির রাজশাহী শহর প্রতিষ্ঠায় এ ধরনের ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।