সৌম্যর উজ্জ্বলতায় হারল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ সোমবার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে তারা হরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। সৌম্য সরকারের ব্যাট হাতের দৃঢ়তা এবং মাহমুদউল্লাহর বোলিং নৈপুণ্যে এই জয় পায় গাজী গ্রুপ।
ম্যাচে প্রথমে ব্যাট করে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৩২ রান করে। জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গাজী গ্রুপ।
এদিন রূপগঞ্জের ব্যাটসম্যানরা খুব একটা দৃঢ়তা দেখাতে পারেননি। দলটির হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন মেহেদী মারুফ। তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান ১৮ রান করেন।
গাজী গ্রুপের হয়ে মাহমুদউল্লাহ, মেহেদী ও মুকিদুল দুটি করে উইকেট নেন।
ছোট লক্ষ্য, তাই জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি গাজী গ্রুপকে। দলীয় ২১ রানে প্রথশ উইকেট হারলেও দ্বিতীয় উইকেটে সৌম্য ও মুমিনুল হক মিলে ৮২ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন।
মুমিনুল ২৯ বলে ৩৪ রান করেন। আর সৌম্য ৪৩ বলে ৫৩ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। এই দুজনের বিদায়ের পর মাহমুদউল্লাহ ১৫ রানের হার না মানা একটি ইনিংস খেলে গাজী গ্রুপের জয় নিশ্চিত করেন। রূপগঞ্জের হয়ে শহীদ, অনিক ও নাবিল একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ: ২০ ওভারে ১৩২/৮ (আজমির ০, মেহেদি মারুফ ২৪, নাঈম ১৩, জাকের ৯, আল-আমিন ১৬, সাব্বির ১৮, সোহাগ ২১, মুক্তার ১১, অনিক ১৩*, শহীদ ০*; মেহেদী ৩-০-২৩-২, নাসুম ৪-০-৯-১, মুকিদুল ৪-০-৩৮-২, মাহমুদউল্লাহ ৪-০-১৯-২, আরিফুল ১-০-১৪-০)
গাজী গ্রুপ ক্রিকেটার্স : ১৭.৫ ওভারে ১৩৩/৩ (মেহেদি ১৩, সৌম্য ৫৩, মুমিনুল ৩৪, মাহমুদউল্লাহ ১৫*, ইয়াসির ১৩*; সোহাগ ৪-০-২০-০, শহীদ ৩-০-২২-১, অনিক ৪-০-৩৪-১, আল-আমিন ২-০-২১-০, মুক্তার ২.৫-০-২৩-০, সামাদ ২-০-১২-১)
ফল: গাজী গ্রুপ সাত উইকেটে জয়ী।