নড়াইলে নারীকে কুপিয়ে স্বর্ণের চেইন ছিনতাই
নড়াইলে সানজিদা রহমান আদরী নামের এক নারীকে কুপিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে জেলার শেখ রাসেল সেতুর পাশে সীমাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ওই নারীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, পৌরসভার ইপিআই টিকাদান কর্মী সানজিদা রহমান আদরী রাতে গৃহস্থালী কাজে ঘরের বাইরে বের হলে হামলার শিকার হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারী কিছু দুর্বৃত্তরা তাঁর ওপর চড়াও হয়। এ সময় কুপিয়ে জখম করে ফেলে দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ সময় আদরীর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা গিয়ে তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে নেমে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।