ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন তিন বাংলাদেশি
ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি। গতকাল রোববার রাতে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন ফরিদপুরের সদরপুর থানার জরিপডাংগী গ্রামের জয়নাল হোসেনের ছেলে ইমরান হোসেন (২৬), ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর থানার গঙ্গানগর গ্রামের শহিদ মিয়ার ছেলে এলাহী মিয়া (৫৫) ও খুলনার দিঘলিয়া থানার আলী মোল্যার মেয়ে তাছলিমা আক্তার (২১)।
ফেরত আসা এলাহী মিয়া বলেন, ‘অভাব অনটনের সংসারে দেশে কাজ না পেয়ে দালালদের মাধ্যমে ভারত যাই। ভারতের রাজস্থানে রাজমিস্ত্রির কাজ করার সময় পুলিশ আটক করে আদালতে পাঠায়। আদালত দুই বছরের সাজা দেন। দুই বছর কারাভোগ শেষে আরোয়া ডিটেক্টর নামে একটি শেল্টার হোমে ছয় মাস থাকার পর আজ দেশে ফিরেছি।’
তাছলিমা জানান, তার বোন দীর্ঘদিন ধরে ভারতে থাকেন। তার মাধ্যমে তিনি চোরাইপথে ভারত যান। মুম্বাই পুলিশের কাছে ধরা পড়ে কারাভোগ করেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘ভালো কাজের প্রলোভনে এরা বিভিন্ন সীমান্তপথে ভারত পাড়ি জমান। সেখানে কাজ করার সময় তারা আটক হন। পরে তাদের দুই বছরের জেল হয়। কারাভোগ শেষে একটি শেল্টার হোমের রাখা হয় তাদের। উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সোহেল বলেন, ‘ফেরত আসা তিনজনকে আজ সোমবার ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরপর যদি কোনো এনজিও সংস্থা গ্রহণ করে তাহলে তাদের হাতে তুলে দেওয়া হবে। তা না হলে নিজ উদ্যোগে তারা বাড়ি ফিরে যাবেন।’