মুজাহিদের দাফন সম্পন্ন
যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের লাশ ফরিদপুরের মাওলানা আবদুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে দাফন করা হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে তাঁকে দাফন করা হয়।
এদিন ভোর ৬টা ৩৫ মিনিটে মুজাহিদের লাশ মাওলানা আবদুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে নেওয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় পরিবারের সদস্য, জেলা জামায়াতের নেতাকর্মী ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান ছিলেন।
এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে লাশ ঢাকা থেকে ফরিদপুরে মুজাহিদের গ্রামের বাড়ি পশ্চিম খাবাসপুরে পৌঁছায়। সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ অংশ নিতে পারেননি।
হত্যা ও গণহত্যার চার অপরাধে শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।