নিজ বাড়ির উঠানে সাকা চৌধুরীর জানাজা
চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে পৈতৃক ভিটা চৌধুরীবাড়ির উঠানেই অনুষ্ঠিত হবে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জানাজা। আজ রোববার সকালে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে এ কথা জানিয়েছেন।
মুস্তাফিজুর রহমান জানান, চৌধুরীবাড়ির উঠানেই জানাজা সম্পন্ন করা হবে। তবে পরিবারের পক্ষ থেকে বাড়ির পাশে গহিরা এজেওয়াইএমএস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলমাঠে জানাজার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তার কারণে মাঠে জানাজার অনুমতি দেওয়া হয়নি।
এরই মধ্যে সকাল ৮টা ৫০ মিনিটে সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা রাউজানের বাড়িতে গিয়ে পৌঁছান। আর সাকা চৌধুরীর লাশবাহী গাড়িটি হাটহাজারী পার হয়ে বাড়ির কাছাকাছি অবস্থান করছে বলে তাঁর স্বজনরা জানিয়েছেন।
পারিবারিক কবরস্থানে সাকা চৌধুরীর মরদেহ দাফন করা হবে। এরই মধ্যে কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসির পর কবর খোঁড়ার কাজ শুরু হয়। কবরস্থানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় লোকজন ভিড় করেছে এর আশপাশে।