পাবনা সদর হাসপাতাল থেকে ৮ দালাল গ্রেপ্তার
পাবনা সদর হাসপাতালে অভিযান চালিয়ে আট দালালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন সময় অনেকেই অভিযোগ করেন। এরা নানাভাবে হাসপাতালের পরিবেশ নষ্ট এবং নিরীহ রোগীদের বিভ্রান্ত করে থাকে। ফলে মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রায়ই অভিযান পরিচালনা করা হলেও এরা নানাভাবে পার পেয়ে যায়। আজ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নানের নেতৃত্বে পাবনা সদর হাসপাতালে অভিযান চালিয়ে আট দালালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ বিষয়ে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন।