গাজীপুরে অপহৃত কেয়ারটেকারকে উদ্ধার, গ্রেপ্তার ৫
গাজীপুরের টঙ্গীতে অপহরণের আট ঘণ্টা পর একটি বাড়ির তত্ত্বাবধায়ককে (কেয়ারটেকার) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুরের নকলা উপজেলার চর বসন্তিপুর গ্রামের মজনু মিয়া (২৭), রংপুরের পীরগঞ্জ উপজেলার তুলারামপুর গ্রামের আল আমিন (২৫), নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল (আরিয়া পাড়া) গ্রামের স্বপন মিয়া (২২), টঙ্গী পশ্চিম থানার খরতৈল (সুখিনগর) এলাকার মো. ফয়সাল (৩১) এবং টঙ্গী পূর্ব থানা এলাকার মো. ওয়াসিম (৩৪)।
অপহৃত কেয়ারটেকারের নাম খোকন মোল্লা (৪০)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুলিয়ারচর গ্রামের আজিজুল হকের ছেলে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, খোকন মোল্লা টঙ্গীর পশ্চিম থানার গাজীপুরা এলাকার ফারুক হোসেনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে প্রায় ১০ বছর ধরে কর্মরত। টঙ্গীতে বাহিনীপ্রধান মামুনসহ অজ্ঞাত কয়েকজন লোক মিলে বেশ কিছুদিন ধরে ভিকটিমকে এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে বলে ভয়-ভীতি দেখাতে থাকে। গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে সাত থেকে আটজন লোক তাঁর গতিরোধ করে একটি ইজিবাইকে করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা খোকনের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তারা খোকনের ওপর শারীরিক নির্যাতন চালায়। পরবর্তীতে ভিকটিমের স্বজনেরা তাদের দেওয়া বিকাশ নম্বরে ২৫ হাজার টাকা পাঠায়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় আট ঘণ্টা পর টঙ্গীর খৈরতুল বালুর মাঠ এলাকা থেকে খোকনকে উদ্ধার করে। এরপর প্রযুক্তির সাহায্যে টঙ্গীর বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার টাকা জব্দ করা হয়। আজ বুধবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।