ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে গাইবান্ধা শহরে চলছে হরতাল
গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে শহরে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে। এ হত্যাকাণ্ডের ঘটনায় গড়ে ওঠা ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’-এর ডাকে হরতাল কর্মসূচি পালিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ট্রাফিক মোড়, সার্কুলার রোড ও রেলগেট এলাকায় হরতাল সমর্থক ও ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’-এর নেতারা বিক্ষোভ-মিছিলসহ পিকেটিং করেন। এ ছাড়া শহরের ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড়ে টায়ারে আগুন ধরিয়ে দেন তাঁরা।
এদিকে, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাফুজার রহমান।
অভিযোগ উঠেছে, সুদের টাকা পরিশোধ না করায় গত ৫ মার্চ ব্যবসায়ী হাসান আলীকে অপহরণ করে নিজ বাড়িতে আটকে রেখে এক মাস শারীরিক নির্যাতন চালান দাদন ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মাসুদ রানা। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেও কোনও প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার। অবশেষে গত ১০ এপ্রিল মাসুদ রানার বাড়ি থেকে ব্যবসায়ী হাসান আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পরই স্থানীয়রা মাসুদ রানাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে নিহত ব্যবসায়ীর স্ত্রী বিথি বেগম থানায় হত্যা মামলা করেন এবং পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেন। এরপর পুলিশ আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করে।
এদিকে, হাসান আলীর পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য জড়িত।