পাবনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু
পাবনার ভাঙ্গুড়ায় বালিবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুমন আলী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে টেবুনিয়া-বাঘাবাড়ি মিনি বিশ্বরোডের দিয়ারপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর পেশায় একজন ব্যবসায়ী ও চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভাঙ্গুড়া হাটে সরিষা বিক্রয় করে ইঞ্জিনচালিত (করিমন) গাড়িতে চড়ে বাড়ি ফিরছিল সুমন। পথিমধ্যে মণ্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া মসজিদের সামনে পৌঁছালে পাবনাগামী বালিবাহী একটি ড্রাম ট্রাক করিমন গাড়িকে ধাক্কা দেয়। এতে সুমন আলী ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক।
খবর পেয়ে তাৎক্ষণিক ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং লাশ উদ্ধার করে এবং দুটি ড্রাম ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও বালিবাহী ড্রাম ট্রাক আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।