রাজশাহী মেডিকেলে আরও চারজনের মৃত্যু, নগরীতে চলছে লকডাউন
করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাজশাহী নগরীতে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে। লকডাউনের কারণে নগরীতে ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট, রিকশাসহ সব ধরনের যানবাহন ও গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে।
এ ছাড়া সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগও বন্ধ রয়েছে। তবে কাঁচাবাজারে কেনাবেচা চলছে। গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী ১৭ জুন দিবাগত রাত পর্যন্ত।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস আজ শনিবার সকালে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আর উপসর্গ নিয়ে যে তিনজন মারা গেছেন, তাঁদের বাড়ি রাজশাহীতে। নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে ৩৩ জন। এ ছাড়া নতুন করে ভর্তি হয়েছে ২৫ জন। তাদের মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের দুজন ও পাবনার একজন রয়েছে। হাসপাতালের ৯টি করোনা ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন ২৮৯ জন। তাদের মধ্যে রাজশাহীর ১২২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১২০ জন, নওগাঁর ২৪ জন, নাটোরের ১৪ জন, পাবনার পাঁচজন ও কুষ্টিয়ার একজন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের দুটি পিসিআর ল্যাবে ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৯ দশমিক ০৭।