হাতিরঝিলে সুতার কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মীরবাগ এলাকায় একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার দুপুর ১টা ৪৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম।
ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। দুপুর ২টা ৩২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রিত হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।