যশোরে নতুন করে করোনায় আক্রান্ত ৯০, মৃত্যু ৩
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনে করোনায় মারা গেছেন তিন জন। বর্তমানে হাসপাতালে রোগীর চাপ রয়েছে। এ অবস্থায় লকডাউন চললেও তা মানছে না সাধারণ মানুষ।
যশোর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ। আজ মারা গেছেন তিনজন। এদের মধ্যে দুজন করোনা রোগী এবং অপরজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজকের তিন জনসহ গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বেড়েছে। বর্তমানে করোনা ডেডিকেটেড ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছে।
এদিকে করোনার ঊর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন চললেও স্থানীয়দের মধ্যে বিধিনিষেধ মানার প্রবণতা দেখা যাচ্ছ না। প্রশাসনের তৎপরতা সত্ত্বেও স্বাভাবিক দিনের মতোই শহরে চলাচল করছে মানুষজন।