মাগুরা জেলা শহর ও মহম্মদপুর উপজেলায় চলছে লকডাউন
মাগুরায় করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় জেলা শহর ও মহম্মদপুর উপজেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ সোমবার সকাল থেকে মাগুরা শহরের ঢাকারোড বাসস্ট্যান্ড, ভায়না মোড়, চৌরঙ্গী মোড় ও নতুন বাজার এলাকায় রাস্তায় বাঁশ বেঁধে যানবাহন চলাচলে বাধা দিচ্ছে পুলিশ ও স্কাউট সদস্যরা। তবে মহাসড়ক ও জেলার অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে। শহরের দোকানপাট খোলা থাকলেও সন্ধ্যা ৬টা থেকে বন্ধের নির্দেশ রয়েছে।
মাগুরা জেলা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান জানান, গতকাল রোববার মাগুরায় ৪৯ জনের নমুনা পরীক্ষায় মাগুরা পৌর এলাকায় সাতজন এবং মহম্মদপুর উপজেলায় ছয়জনসহ সর্বমোট ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৮৬ শতাংশ।
বর্তমানে মাগুরায় ৭৫ জন করোনা রোগী হোম আইসোলেশনে এবং পাঁচজন মাগুরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত এক হাজার ৩২৬ জনের মধ্যে মারা গেছে ২৪ জন।
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, করোনার রোগী বৃদ্ধির কারণে এক গণবিজ্ঞপ্তি জারি করে মাগুরা জেলা শহর ও মহম্মদপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।