চাঁপাইনবাবগঞ্জে বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ
চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ কমেছে উল্লেখ করে করোনা রোধে জারি থাকা ১১ দফা বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, জেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধির মুখে গত ২৫ মে প্রথম দফায় সাত দিনের বিশেষ লকডাউন ঘোষাণা করা হয়। পরে লকডাউন আরেক দফায় বৃদ্ধির পর গত ৮ জুন থেকে ১৬ জুন পর্যন্ত লকডাউন শিথিল করে ১১টি বিধিনিষেধ জারি করা হয়। সেই বিধিনিষেধ আগামী ২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বিধিনিষেধের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সব দোকানপাট স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। একই সময় পর্যন্ত কৃষি ও নির্মাণ শ্রমিকরা কাজ করতে পাবেন। আন্তজেলা রুটে বাস চলা করবে না। তবে, রিকশায় একজন যাত্রী ও অটো রিকশায় দুজন যাত্রী পরিবহন করতে পারবে। জনসমাবেশসহ সব সাপ্তাহিক হাটবাজার বন্ধ থাকবে।
চাঁপাইনবাবগঞ্জের আম বাণিজ্য প্রসঙ্গে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আম কেনাবেচা ও পরিবহন চালু থাকবে।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ করোনা প্রতিরোধ কমিটির সভা ও ডিজিটাল প্লাটফর্মে চাঁপাইনবাবগঞ্জের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।