সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুইট গ্রেপ্তার
ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার একাধিক মামলার আসামি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে শহরের ইবি রোডের পুরাতন শহীদ মিনার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি জানান, বিগত ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত হওয়া সরকারবিরোধী আন্দোলন চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আবু সাঈদ সুইট। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তারকৃত বিএনপি নেতার মুক্তি দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।