মৌলভীবাজারে আটক হওয়া সেই ভারতীয় নারীর নমুনা সংগ্রহ
মৌলভীবাজারে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়া ভারতীয় নারী সমজা বিবির (৩১) করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আটকের তিনদিন পর আজ বৃহস্পতিবার দুপুরে ওই নারীকে জেলা কারাগার থেকে করোনা পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।
জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান জানান, ১৫ জুন বিকেলে ভারতীয় নারীকে আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর কারাগারের ভেতর হাসপাতালের তাঁকে আইসোলেশনে রাখা হয়। আজ হাসপাতালে পাঠিয়ে তাঁর নমুনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, ভারতীয় ওই নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দুই-একদিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।
১৪ জুন বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে সমজা বিবি (৩১) নামের ওই নারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের পর বিজিবি টহল দলের কাছে তিনি স্বীকার করে জানান, তার স্বামীসহ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অবৈধ প্রবেশ করেছেন। পরে ওইদিন রাত ১১টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করে বিজিবি।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, আটক সমজা বিবি ভারতের ধলাইপিন জেলার কমলপুর মহকুমার গঙ্গানগর গ্রামের মো. আব্দুস সালামের স্ত্রী। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে আটক নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে।
বিজিবি ব্যাটালিয়ন ৫৫-এর সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, বিজিবি টহল দলের কাছে ওই ভারতীয় নারীর সীমান্ত অনুপ্রেবেশের বিষয়ে সংবাদ আসে। পরে টহলদলের সদস্যরা ওই নারীকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে। এতে তিনি অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করেন।