কুমিল্লার সোয়াগাজীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষি থানাধীন সোয়াগাজীর জোড়কানন এলাকায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্রগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই মিরাজ ও ফখরুল আলম দুলাল নামের প্রাইভেটকারের দুজন নিহত হন।
গাড়িটিতে থাকা মাহাবুব ও বেলাল হোসেনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আহতদের অবস্থার অবনতি হলে আহতদের ঢাকায় নেওয়ার পথে বেলাল হোসেন মারা যান। আহত মাহাবুবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহত মিরাজ ঢাকার খিলগাও তালতলা নতুন বাড়ি এলাকার মোবারক হোসেন টুকুর ছেলে, ফখরুল আলম দুলাল ল লহ্মীপুরের হামন্দী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে এবং অপর নিহত বেলাল হোসেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মৃত আবদুল মজিদের ছেলে।