ঝালকাঠিতে নৌকার তিন কার্যালয়ে ভাঙচুর-আগুন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাতে ঝালকাঠিতে নৌকা প্রতীকের দুটি কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও একটি কার্যলায় ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছোহরাব হোসেন বাবুল মৃধার ২ নম্বর ওয়ার্ডের তিমিরকাঠি এলাকায় নৌকা প্রতীকের একটি কার্যালয়ে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালী এলাকায় নৌকা প্রতীকের একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়। দুটি কার্যালয়ের ভেতরে নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার, ব্যানার ও আসবাবপত্র পুড়ে যায়। এদিকে, একই রাতে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেদ্র করে নৌকা প্রতীকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা।
নৌকা প্রতীকের পদপ্রার্থী আবদুল শুক্কুর মোল্লা অভিযোগ করেন, জেলা নেতাদের উপস্থিতিতে নির্বচনী সভা চলাকালে বিদ্রোহী প্রার্থী আব্দুর রহীমের নেতৃত্বে শতাধিক কর্মী-সমর্থক হামলা চালিয়ে কার্যালয়ের আসবাবপত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমির হোসেন আমুর ছবি ভাঙচুর করে।
তবে এ অভিযোগ অস্বীকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহীম বলেন, ‘আমার কোনো কর্মী-সমর্থক নির্বাচনি কার্যালয়ে হামলা ভাঙচুর করেনি। বরং তারাই আমার প্রাচারে থাকা অটোরিশা ভাঙচুর করেছে।’
ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) প্রসান্ত কুমার দে জানান, নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও আগুনের ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিয়েছেন প্রার্থীরা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্যাপশন : ঝালকাঠির ম্যাপ