কুষ্টিয়া পৌর এলাকায় বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার পৌর এলাকায় চলমান কঠোর বিধিনিষেধ আরও সাত দিন বাড়ানো হয়েছে। জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মধ্যরাতে চলমান সাত দিনের কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে। তাই ২৫ জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরও সাত দিন বাড়ানো হলো।
এ ছাড়া কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন চলছে আজ শনিবার।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, জেলায় করোনার সংক্রমণ প্রতিদিনই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মানুষের চলাচল। বেশিরভাগই মানছে না বিধিনিষেধ। পুলিশ শহরের প্রবেশমুখে সড়কে বাঁশ দিয়ে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।