খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। এটা একদিনের সবোর্চ্চ রেকর্ড। এ সময় নতুন করে ৬২৫ শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা ৪৪ হাজার ২৬৯ জন ছাড়িয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭।
আজ শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গতকাল শুক্রবার (১৮ জুন) ৬২৫ জন শনাক্ত, বৃহস্পতিবার ছিল (১৭জুন) ১০৩৩ এটা এ পর্যন্ত সর্বোচ্চ। বুধবার (১৬ জুন) ৭৬৫ করোনা শনাক্ত হয়। মঙ্গলবার (১৫ জুন) ৮১৮ জনের করোনা শনাক্ত হয়। গত সোমবার ছিল ৮০০, রোববার (১৩জুন ) ছিল ৬০৬, শনিবার (১২ জুন) ৩১৯ জনের, শুক্রবার (১১ জুন) ৫৯৯ জনের, বৃহস্পতিবার (১০ জুন) করোনা শনাক্ত হয় ৫৭৮ জনের। যা শতকরা হিসাবে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ৭ জন, খুলনায় মারা গেছে তিনজন, সাতক্ষীরা চারজন, যশোরে তিন জন, নড়াইল নাই, ঝিনাইদহে একজন, চুয়াডাঙ্গা ২, মেহেরপুরে দুইজন। এছাড়া্ও করোনা উপসর্গ নিয়ে খুলনা করোনা ডেডিকেটড হাসাপতালে আরও তিন মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৪ হাজার ২৬৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭-এ। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ১২৯ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৫৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৬ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৩৪ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো দুই হাজার ৪৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৭৭২ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৮৭২ জন।
যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৪০৭ জন। এ সময় মারা গেছেন ১০৪ জন এবং সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৪১ জন।
নড়াইলে শনাক্ত ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২২৮ জন। মারা গেছেন ৩০ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৮৪৭ জন।
মাগুরায় শনাক্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৮৫ জন। এ সময় মারা গেছেন ২৪ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২২০ জন।
ঝিনাইদহে শনাক্ত হয়েছেন ২৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩০৬ জন। মারা গেছেন ৬২ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৮৬৮ জন।
কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত ১১২ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ১৭৪ জন। মারা গেছেন ১৪০ জন এবং সুস্থ হয়েছেন চার হাজার ৯৫৭ জন।
চুয়াডাঙ্গায় শনাক্ত ৭৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪২৩ জন। মারা গেছেন ৬৮ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৮ জন।
মেহেরপুরে শনাক্ত ১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩১৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৯৫৫ জন।