১০২ পাসপোর্টসহ গ্রেপ্তার অমির দুই সহযোগীর জামিন
চিত্রনায়িকা পরী মণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় আসামি তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগী মশিউর রহমান পলাশ ও বাছির মিয়াকে পাসপোর্ট জব্দের মামলায় জামিন দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক ধীমান চন্দ্র মণ্ডল পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
গত মঙ্গলবার দক্ষিণখান থানার আশকোনার সিঙ্গাপুর ট্রেনিং ইনস্টিটিউট থেকে পলাশ ও বাছিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০২টি পাসপোর্ট, ৭৭টি সাদা স্ট্যাম্প ও ১৯ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে দক্ষিণখান থানায় পাসপোর্ট আইনে মামলা করেন সাভার মডেল থানার পরিদর্শক কামাল হোসেন।
গত ৯ জুন গভীর রাতে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে গেলে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরী মণি। পরে বনানী থানায় অভিযোগ নিয়ে গিয়েও কোনো প্রতিকার না পেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মারধর ও ধর্ষণচেষ্টার অভিযোগ করলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে পুলিশের মাধ্যমেই রাজধানীর রূপনগর থানা ঘুরে পরী মণির লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ডভুক্ত হয় সাভার মডেল থানায়।
মামলায় প্রধান আসামি করা হয় নাসির ইউ মাহমুদ ওরফে নাসিরউদ্দিন মাহমুদকে। নাসির জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, কুঞ্জ ডেভলপার্স লিমিটেডের চেয়ারম্যান, উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ও ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) বলে জানিয়েছে পুলিশ।
মামলায় নাসির, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে। পরে নাসির ও অমিকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।