ট্রাকচালক বাবার সামনে লাশ হলেন ইসরাফিল
জীবিকার সন্ধানে বাবার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে কুমিল্লায় গিয়ে লাশ হলেন ইসরাফিল নামের এক যুবক। এ সময় আহত হন তাঁর বাবা ট্রাকচালক মসিয়ার রহমান। আজ শনিবার ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইসরাফিল সাতক্ষীরা পৌর এলাকার গড়েরকান্দার রহমতপুর গ্রামের মসিয়ার রহমানের ছেলে।
কুমিল্লা হাইওয়ে পুলিশের টেলিফোন বার্তার বরাত দিয়ে সাতক্ষীরার ট্রাক ও ট্যাংকলরি সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, আজ ভোরের দিকে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ধাক্কা খায় একটি ট্রলির সঙ্গে। এতে ঘটনাস্থলে নিহত হন হেলপার ইসরাফিল এবং আহত হন বাবা মসিয়ার রহমান।
জাহাঙ্গীর হোসেন আরও জানান, ইসরাফিল রঙশ্রমিক ছিলেন। কিছুদিন আগে তিনি বিয়ে করলেও করোনার কারণে কাজ পাচ্ছিলেন না। পরিবারের সবার অনুরোধে ১২ দিন আগে তিনি তাঁর ট্রাকচালক বাবার হেলপার হয়ে কাজের সন্ধানে গিয়ে অবশেষে লাশ হলেন। ইসরাফিলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল রোববার সকালে সাতক্ষীরায় পৌঁছাতে পারে বলে জানান তিনি।
ময়নামতি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।