মোংলায় মসজিদ-মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, কিশোর আটক
বাগেরহাটের মোংলায় বিভিন্ন মসজিদ ও মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। শহরের বিএলএস রোডের পরিত্যক্ত শ্রমিক বিল্ডিং থেকে গতকাল শনিবার বিকেলে তাকে আটক করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, ওই কিশোর দীর্ঘদিন ধরে চাঁদপাই মাজার, মুসলিমপাড়া ও মহাসিনিয়া মাদ্রাসা মসজিদসহ শহরের বেশ কয়েকটি মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি করে আসছিল। সিসিটিভির ফুটেজের মাধ্যমে উপপরিদর্শক (এএসআই) রাসেল রানা তাকে আটক করেন। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পৌর শহরের মুসলিমপাড়ার বাসিন্দা জাহাজি ব্যাবসায়ী মো. শামসুদ্দীন বলেন, ‘চিহ্নিত এই চোর দীর্ঘদিন বিভিন্ন মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি করছিল। অবশেষে পুলিশ তাকে আটক করেছে। এজন্য পুলিশকে ধন্যবাদ জানাই। এই শহরে ওই কিশোরের মতো আরও অনেকে আছে, তাদেরও ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’