আরিচা ফেরিঘাটে করোনা পরীক্ষা শুরু
মানিকগঞ্জের আরিচা ফেরিঘাটে সীমান্তবর্তী জেলা থেকে ফেরি পার হয়ে আসা ট্রাকশ্রমিকদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ করোনা পরীক্ষা শুরু হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা এই পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং ফেরিঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর কয়েকজন ট্রাকচালকের নমুনা সংগ্রহ করা হলেও তাদের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
এ ছাড়া দুএকদিনের মধ্যেই পাটুরিয়া ফেরিঘাটেও ট্রাকচালকদের নমুনা সংগ্রহ শুরু হবে।
উল্লেখ্য, সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় লকডাউন ও বিধিনিষেধ চলছে। কিন্তু এসব এলাকা থেকে শত শত পণ্যবাহী ট্রাক জেলার বিভিন্ন এলাকায় প্রবেশ করছে। ঝুঁকিতে থাকা এসব ট্রাকচালকের মাধ্যমে করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে, এ জন্য পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে দুটি বুথের মাধ্যমে তাদের নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।