আবাহনীর রোমাঞ্চকর জয়
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে রোমাঞ্চকর জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। আজ সোমবার অনুষ্ঠিত ম্যাচে তারা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এক উইকেটে হারিয়েছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ১৩০ রানে অলআউট হয় গাজী গ্রুপ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন সৌম্য সরকার। আবাহনীর মোহাম্মদ সাইফউদ্দিন চারটি ও মেহেদী হাসান রানা তিন উইকেট নেন।
জবাবে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী। তবে এক প্রান্ত আগলে আবাহনীকে লড়াইয়ে রাখেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত।
তবে ১৯তম ওভারের পঞ্চম বলে আউট হন শান্ত। তখন আবাহনীর জিততে ৭ বলে ১৩ রান দরকার।
শেষদিকে পেসার রানা দুটি চারে তিন বলে ৯ রান করেন। শেষ পর্যন্ত এক বল বাকি রেখে জয় পায় আবাহনী। ৪৯ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫৮ রান করে সেরা খেলোয়াড় হন শান্ত।
এই জয়ে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট শীর্ষে আছে আবাহনী। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গাজী গ্রুপ আছে পঞ্চম স্থানে।
দিনের অন্য দুটি ম্যাচে জিতেছে ওল্ড ডিওএইচএস ও প্রাইম দোলেশ্বরের। ওল্ড ডিওএইচএস ২৩ রানে হারায় পারটেক্সকে। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে দুই উইকেটে ১৯৯ রান করে ডিওএইচএস। জবাবে পারটেক্সের ইনিংস থেমে যায় ১৭৬ রানে।
আরেক ম্যাচে প্রাইম দোলেশ্বর ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে। শেখ জামাল প্রথমে ব্যাট করে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায়। জবাবে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় তারা।