খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু
খুলনার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। সবাই করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সাতজন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিলেন।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে চারজন খুলনার, একজন সাতক্ষীরার, একজন নড়াইলের ও একজন বাগেরহাটের বাসিন্দা। খুমেক হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত সাতজন হলেন সাতক্ষীরার সৈয়দ শাহরিয়া (৭১), নড়াইলের খাদিজা পারভিন (৩৮), খুলনার তাসলিমা বেগম (৮০), মোশারফ হোসেন (৬৪), আঞ্জুমান আরা (৫৫), কাজী মারুফা (৬৩) ও বাগেরহাটের মোংলার লাকি বেগম (৫০)।
অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন খুলনার ফিরোজা বেগম (৫২), নুর উদ্দিন (৩২) ও যশোরের বিজয় কুণ্ডু (৬৭)।
এ ছাড়া খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক এম এ রশিদ জানান, ওই হাসপাতালে ২৪ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মোশারেফ হোসেন (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি যশোরের বাসিন্দা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ০৭ শতাংশ, যা খুলনা মেডিকেলে এ যাবতকালের রেকর্ড।
এর মধ্যে খুলনার ৩২৬ জনের নমুনায় শনাক্ত হয়েছে ১৫১ জন। এখানে শনাক্তের হার ৪৬ দশমিক ৩১ শতাংশ। এটিও খুলনায় করোনা শনাক্তের রেকর্ড।