সস্ত্রীক করোনায় আক্রান্ত সাবেক সেনাপ্রধান
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মাহবুবুর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার জানান, তিনি ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তাদের বড় ধরনের কোনো জটিলতা দেখা দেয়নি।
৮২ বছর বয়সী জেনারেল মাহবুব মারাত্মক করোনাভাইরাস থেকে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মাহবুবুর রহমানের স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় বোন।