রূপগঞ্জের জয়ের হাসি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তারা ওল্ড ডিওএইচএসকে ৬ উইকেটে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইল। তবে রেলিগেশন হয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাব ও ওল্ড ডিওএইচএস প্রথম বিভাগে নেমে গেছে।
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টির বাধায় খেলা নেমে আসে ১৮ ওভারে। ডাকওয়ার্থ-লুইস মেথডে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ১৮ ওভারে ১২২।
ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় রূপগঞ্জ। ২৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে। পরে সাব্বির-মারুফ জুটি তৃতীয় উইকেটে ৬১ রান যোগ করেন। মারুফ ২২ বলে ৩০ রান করে আউট হন। সাব্বির ৩১ বলে খেলে ৩০ রান করেন। শেষ দিকে নাঈম অবিচ্ছন্ন ২৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। চার বাউন্ডারি ও এক ছক্কায় ১৪ বলে এই ইনিংসটি খেলেন তিনি।
ডিওএইচএসের আব্দুর রশিদ তিন উইকেট নেন। এছাড়া আসাদুজ্জামান পান এক উইকেট।
এর আগে আনিসুল হকের ৩৯ বলে ৫১ রানের ইনিংসের ওপর ভর করে ডিওএইচএস ছয় উইকেট হারিয়ে ১১৭ রান করে। ম্যাচ শুরুর ১২ ওভার না যেতেই প্রথমবার হানা দেয় বৃষ্টি। এরপর আরও দুইবার বৃষ্টির কারণে বন্ধ হয়েছিল খেলা।
রূপগঞ্জের হোসেন আলী তিন উইকেট পান ২৩ রান খরচায়। এছাড়া নাঈম ইসলাম নেন দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ওল্ড ডিওএইচএস: ১৮ ওভারে ১১৭/৬ (আনিসুল ৫১, মাহমুদুল ২০, রায়ান ১২, আলিস ২০*, রাকিবুল ০*; শহিদ ২-০-২২-০, নাবিল ৪-০-১৫-১, সানজামুল ৪-০-১৫-০, মুক্তার ৩-০-২৪-০, আলি হোসেন ৩-০-২৩-৩, নাঈম ২-০-১২-২)।
রূপগঞ্জ : (লক্ষ্য ১৮ ওভারে ১২২) ১৭.১ ওভারে ১২৪/৪ (আজমির ২০, জাকের ৮, সাব্বির ৩০, মারুফ ৩০, আল আমিন ৭*, নাঈম ২৭*; রশিদ ৪-০-২২-৩, পায়েল ৩.১-০-১৯-১)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম।