মোংলায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর লস্কর জাবের আলীর লাশ উদ্ধার
দীর্ঘ ৩০ ঘণ্টা পর মোংলার পশুর নদে কার্গো জাহাজ থেকে পড়ে নিখোঁজ লস্কর জাবের আলীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে পশুর নদের লাউডোব খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জাবের আলী কার্গো জাহাজ এমভি মোকসেদপুর-ফেনীর লস্কর এবং নড়াইলের চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা ইপিজেড স্টেশনের কর্মকর্তা আরশাদ আলী বলেন, ‘গতকাল সোমবার নিখোঁজের পর থেকে খুলনার ডুবুরিদলসহ আমরা উদ্ধার অভিযান শুরু করি। কিন্তু পানি ও স্রোত বেশি থাকায় আমরা তাঁর সন্ধান পাইনি। আজ মঙ্গলবার বিকেলে পশুর নদের লাউডোব এলাকায় তাঁর মৃতদেহ ভেসে ওঠে। আমরা তাঁর মরদেহ উদ্ধার করেছি।’
মোংলা বন্দরের পশুর নদে স্থাপিত বয়ার সঙ্গে বেঁধে রাখা জাহাজের রশি খুলতে গেলে গতকাল সোমবার বেলা ১১টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হন জাবের আলী।