ফরিদপুরে চলছে কঠোর লকডাউন, আক্রান্তের রেকর্ড
ফরিদপুরে কঠোরতার মধ্য দিয়ে চলছে তৃতীয় দিনের লকডাউন। আজ বুধবার সকাল থেকেই শহরে প্রবেশ পথের ২৩টি জায়গায় চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে জেলা পুলিশ।
লকডাউন কঠোরভাবে পালনের ফলে শহরের কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসাপ্রতিষ্ঠান। শহর থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। তা ছাড়া স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসন রয়েছে বেশ কঠোর অবস্থানে।
পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরদারি ছিল চোখে পড়ার মতো। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করা হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলায় রেকর্ড সংখ্যক মানুষের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় ২৪ ঘণ্টায় ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ শনাক্ত হয়েছে ২৩৭ জনের মধ্যে ফরিদপুর জেলারই ২১২ জন। এ পর্যন্ত জেলায় এটিই ছিল সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। আর করোনায় একজনের মৃত্যুর কথা জানিয়েছে সিভিল সার্জন অফিস।