নড়াইলে করোনায় সপ্তাহে আটজনের মৃত্যু, গড় আক্রান্ত ২৮ শতাংশ
নড়াইলে এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আটজন। এ সময়ে ৮৭৩টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সপ্তাহান্তে আক্রান্তের গড় হার ২৮ দশমিক ০৬ শতাংশ।
জেলায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই সদর হাসপাতালে ২০ শয্যার করোনা ইউনিটের পাশাপাশি ৩০ শয্যার আরেকটি ইউনিট করা হয়েছে। এর মধ্যে গত ২০ জুন মধ্যরাত থেকে জেলায় সাত দিনের সর্বাত্মক লকডাউন চলছে। লকডাউনে মানুষকে ঘরে রাখতে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মাঠে রয়েছে প্রশাসন। ২২ জুন মঙ্গলবার ৫৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. নাছিমা আকতার জানান, জেলায় বর্তমানে ৪২০ জন করোনা রোগী রয়েছে যার মধ্যে ২২ জন সদর হাসপাতালে ভর্তি আছে। বাকি ৩৯৮ জন বাড়িতে আইসোলেশনে আছে। এ ছাড়া সদর হাসপাতালের তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে আছে ৯৫ জন। সদর হাসপাতালে ২০ শয্যার করোনা ওয়ার্ড পরিপূর্ণ হওয়ায় নতুন করে পুরুষ ওয়ার্ডটি বন্ধ করে সেখানে ৩০ শয্যার করোনা ইউনিট করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ৩৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।