বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শুনছে পৃথিবী : ড. হাছান
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শুনছে পৃথিবী। এ গল্পের আওয়াজ আরও বড় হবে বিগত সময়ের মতো আগামীতেও যদি জননেত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে দেশ পরিচালনার সুযোগ পান।’
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের এ সভার আয়োজন করে।
সমাবেশে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, অধ্যাপক মাঈনুদ্দীন, পেয়ারুল ইসলাম বক্তব্য দেন।
জননেত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং এর বাস্তবায়ন করার কারণে আজকে পরপর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘জনগণের রায় ছাড়া একটি দিনও ক্ষমতায় থাকতে চাই না। কিন্তু অব্যাহতভাবে জনগণের রায় পেতে হলে আমাদের কর্মীদের আরও বিনয়ী হতে হবে।’
বিনয়ের কোনো বিকল্প নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘কর্মীরা বিনয়ী না হলে সমস্ত উন্নয়ন অর্জন ধুলিসাৎ হয়ে যাবে। উন্নয়নের সঙ্গে বিনয় যুক্ত হলে ক্ষমতার ধারাবাহিকতা আসবে।’
‘যদি দেশ পরিবর্তন করতে হয় তাহলে ক্ষমতার ধারাবাহিকতা থাকতে হয়। আমরা যদি এশিয়ার বিভিন্ন দেশের দিকে থাকায় তাহলে সেটি দেখতে পাই। আমরা সিঙ্গাপুর আর মালেশিয়ার বদলে যাওয়ার গল্প শুনি।’-যোগ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
ড. হাসান মাহামুদ বলেন, ‘রাষ্ট্র ক্ষমতায় থাকলে যার কাছে দায়িত্ব থাকে তাঁকে দায়িত্ববান হতে হবে। বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে, অন্য রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি দায়িত্ববান হতে হবে।’
তথ্যমস্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতি একটি ব্রত, এটি প্রতিষ্ঠা লাভের কোনো সোপান নয়। রাজনীতি বিত্ত লাভের কোনো সোপান নয়। রাজনীতি হচ্ছে দেশ পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, দেশ গঠন করার জন্য একটি ব্রত। আওয়ামী লীগকে শক্তিশালী হলে করতে হলে আমাদের দলের মধ্যেও এমন কাউকে ঢোকানো যাবে না যারা ছারপোকার মতো দল কেটে ফেলবে।’
সর্বস্তরে দলকে শক্তিশালী করার অনুরোধ জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।