চাঁদপুরে তিন কোটি টাকার কারেন্ট জাল জব্দ, আটক ২
চাঁদপুরে অভিযান চালিয়ে তিন কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় দুই জাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাদের আটক ও এসব জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার টিকপুট্টি এলাকার চারটি দোকানে বিশেষ অভিযান চালিয়ে ১৫ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০০ পিস অবৈধ চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক দাম তিন কোটি ১৭ লাখ টাকা।
চাঁদপুরের কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সাদিক হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজন ব্যবসায়ীকে তিনমাস করে কারাদণ্ড দেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।