ফকিরাপুলে ছাদের পানির পাইপে তরুণের ঝুলন্ত লাশ
রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে মো. সবুজ নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাসার ছাদের পানির পাইপের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রাতে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ভূঁইয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘ফকিরাপুলের একটি ভবনের ১০ তলায় একটি মেসে থাকতেন সবুজ। বৃহস্পতিবার গভীর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার কথা বলে বের হন তিনি। পরে অনেকক্ষণ তাঁর খোঁজ ছিল না। পরবর্তীতে রুমমেটরা তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।’
‘একপর্যায়ে রুমমেটরা দেখেন, ভবনের ছাদে গলায় রশি পেঁচানো অবস্থায় পানির পাইপের সঙ্গে ঝুলে আছেন সবুজ। তারপর সেখান থেকে সবুজকে নামিয়ে পুলিশকে খবর দেন তারা। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে’, যোগ করেন এসআই আতাউর।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে এসআই বলেন, তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। রুমমেটরা বলছেন, সবুজ হতাশাগ্রস্ত ছিলেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘শুনেছি সবুজ অর্থ মন্ত্রণালয়ের একটি প্রকল্পে অফিস সহকারী পদে চুক্তিভিত্তিক কাজ করতেন। সবুজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। তিন মাস আগে তিনি বিয়ে করেন। সবুজের এক ভাই জানালেন, তাঁর স্ত্রী অসুস্থ। গতকাল বৃহস্পতিবার গ্রাম থেকে টঙ্গীতে এক আত্মীয়ের বাসায় এসেছেন। আজ স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল। এসব নিয়ে কোনো সমস্যা ছিল কি না তাও জানার চেষ্টা করছি। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, সবুজ আত্মহত্যা করেছেন।’