যেখানে মাদক সেখানে প্রতিরোধের আহ্বান জেলা প্রশাসকের
যেখানে মাদক সেখানে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে মাদকের আগ্রাসন রোধে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি জনসাধারণকেও সচেতন হয়ে ভূমিকা রাখার কথা জানান নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান।
‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় ‘মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান।
এতে স্বাগত বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা উইমেন্স চেম্বার সভাপতি শারমিন সুলতানা, সাংবাদিক ভজন দাস, এ কে এম আবদুল্লাহ, লাভলু পাল চৌধুরী, সঞ্জয় সরকার, আনিসুর রহমান প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়া আহম্মেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনির হোসেনসহ অন্য কর্মকর্তারা।