ভৈরবে ১৮ কেজি গাঁজা জব্দ, দুই যুবক গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ সাগর (১৯) ও জসিম (১৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। র্যাবের দাবি, তারা দুজনেই মাদক ব্যবসায়ী। আজ সোমবার ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার নাটাল মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাগর (১৯) ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরভাবানীপুর গ্রামের বাসিন্দা এবং জসিম (১৮) একই উপজেলার চরনিলক্ষীয়া গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
যোবায়ের আরও জানান, আজ সোমবার দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে করে গাঁজা যাচ্ছে। এমন সংবাদে তিনি র্যাবের একটি টিমকে নিয়ে ওই এলাকায় ওৎ পেতে থাকেন। চিহ্নিত পিকআপটি ওই এলাকা অতিক্রমের সময় সেটিকে আটকে তল্লাশি করে সাড়ে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় সাগর ও জসিমকে আটকের পাশাপাশি মাদক পাচার কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এ ছাড়াও পিকআপে থাকা নয়টি প্লাস্টিকের খালি ড্রাম, মাদক বিক্রির নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।